Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস, কুমারখালী কর্তৃক জনসাধারণের জন্য প্রদত্ত সেবা খাত সমুহের

সিটিজেন চার্টার

ক্রমিক নং

সেবা খাত সমুহের বিবরণ

উপকার ভোগী

১।

ভি, জি, এফ কম©সূচীঃ-

ভিজিএফ কম©সূচীর মাধ্যেমে দুস্থদের মাঝে খাদ্যশস্য বিতরণ করা হয়

ইউনিয়নের দুস্থ ও অসহায় পরিবার সমূহ।

২।

গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিখা) কম©সূচীঃ-

গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিখা) কম©সূচীর মাধ্যেমের গ্রামীণ বড় বড় কাঁচা রাস্তা সমূহ নিমা©ন ও সংস্কার করা হয়

সাধারণ জনগন

৩।

গ্রামীণ অবকাঠানো রক্ষনাবেক্ষন(টি, আর) কম©সূচীঃ-

গ্রামীন অবকাঠানো রক্ষনাবেক্ষন(টি, আর) কম©সূচীর মাধ্যমে উপজেলার বিভিন্ন পৌরসভা/ইউনিয়নের গ্রামীণ ছোট ছোট কাঁচা রাস্তা সমুহ নিমা©ন ও মেরামত করা হয়। ইহা ছাড়াও এই কম©সূচীর মাধ্যেমে বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান যেমন-স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির ও গির্জা সমুহ সংস্কার ও মেরামত করা হয়।

সাধারণ জনগন

৪।

প্রাকৃতিক দূর্যোগ সংক্রান্ত কম©সূচীঃ-

প্রাকৃতিক দূর্যোগ সংক্রান্ত কম©সূচীর আওতায় বর্ণা, অতিবৃষ্টি ও খড়াজনিত কারনে ক্ষতিগ্রস্থ দুস্থ জনসাধারনের খাদ্য শস্য ও নগদ অথ বিতরণ এবং শীত ক্লিষ্ট মানুষের মাঝে শীত বস্ত্র হিসাবে শাড়ী, কম্বল, লুঙ্গী, পুরাতন কাপড় ও চাদর বিতরণ সহ বিভিন্ন সেবা প্রদান করা হয়। ইহা ছাড়া আগুনে ক্ষতিগ্রস্থ পরিবার সমূহের মাঝে খাদ্যশস্য ও নগদ অথ দ্বারা সাহায্যে করা হয়।

  ক্ষতিগ্রস্থ জনসাধারণ

৫।

ঝুকি হ্রাস কম©সূচীঃ-

এই কম©সূচীর আওতায় গ্রামের বিত্তহীন দুস্থ মহিলা/পুরুষদের মাঝে সুধ মুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান ও কিস্তির মাধ্যেমে ঋণ আদায় ঝুকি কম©সূচী বাস্তবায়ন করা হয়।

বিত্তহীন অসহায় দুস্থ জনসাধারণ

গ্রামীণ রাস্তা ছোট ছোট(১২মিটার দৈঘ্য পযন্ত)

সেতু/কালভাট র্নিমান প্রকল্পঃ-

এই কম©সূচীর আওতায় গ্রামীন রাস্তা ও খালের উপর ছোট ছোট (১২মিটার দৈঘ্য পযন্ত)সেতু/কালভাট র্নিমান করিয়া বিভিন্ন রাস্তা ও খালের মধ্যে সংযোগ স্থাপন করা হয়।

 

সাধারণ জনগন